নিজস্ব প্রতিবেদক : সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উপরের দিকে আমলসিদ ও শেওলায় কুশিয়ারা নদীর পানি এবং কানাইঘাটে সুরমা নদীর পানি কিছু কমলেও সিলেটে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে। নুতন করে বন্যায় আক্রান্ত হয়েছে জকিগঞ্জ উপজেলা। এ নিয়ে ৮টি উপজেলা বন্যা কবলিত হলো।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আমলসিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি কমলেও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে।
কানাইঘাটে সুরমা নদীর পানিও কমেছে। তবে এখনো বিপদসীমার উপরে। অন্যদিকে সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে; কিন্তু পানি বাড়ছে। ফলে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় বন্যার আশংকা দেখা দিয়েছে।
সিলেটের বন্যা কবলিত এলাকাগুলোতে ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৬-৭শ বন্যার্ত অবস্থান করছেন।
বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির সংকট তীব্র। গো খাদ্যের তীব্র অভাবও রয়েছে।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটের বন্যার্তদের জন্যে সোমবার আরো নগদ দুইলাখ টাকা ও ৩শ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।
Leave a Reply