নিজস্ব প্রতিবেদক : অমর একুশে উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত সিলেট বইমেলা জমে উঠতে শুরু করেছে। দ্বিতীয় দিনেই ভিড় জমান নানা বয়সের প্রচুর বইপ্রেমি। নতুন বইয়ে ঘ্রাণ। তার উপর সুর আর ছন্দে মুখরিত হয়ে উঠে সিলেট কেন্দ্রীয় শহীদামিনার চত্বর। কবি-লেখকদের জমজমাট আড্ডাও চলছিল।
সিলেট বইমেলার দ্বিতীয় দিনে জয়বাংলা সাহিত্য পরিষদ, ছড়া পরিষদ ও উর্বশী সহ বিভিন্ন সংগঠন নিজ নিজ পরিবেশনা নিয়ে মঞ্চে আসে।
জয়বাংলা সাহিত্য পরিষদ ও ছড়া পরিষদের প্রতিনিধিদের হাতে বইমেলার কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ।
সিলটিভি সিলেট বইমেলা সরাসরি সম্প্রচার করে। এ সময় বিভিন্ন জন উদ্যোগটিতে স্বাগত জানান এবং এর সাফল্য কামনা করেন।
সিলটিভি ফেসবুক পেইজে প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় সিলেট বইমেলা সরাসরি সম্প্রচার করবে।
Leave a Reply