সুবর্ণা হামিদ : নতুন বিশ্ব রেকর্ড গড়তে পারেননি; কিন্তু মনোবলের দৃঢ়তা কাকে বলে সেটা আবারও দেখিয়ে দিলেন। সত্তর বছর বয়সে দেশের জন্যে আরেকটি সাফল্য আনার অদম্য ইচ্ছায় নেমেছিলেন অবিরাম সাঁতারে। শুভাকাঙ্ক্ষীদের বাধা-নিষেধ না মেনে সিলেট মহানগরী থেকে পাড়ি ধরেছিলেন কিশোরগঞ্জে ভৈরবের উদ্দেশ্যে। সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন, ৭০ ঘণ্টায় ২৮১ কিলোমিটার জলপথ অতিক্রমের। তবে শেষপর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারেননি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের ব্যবস্থাপনায় একুশে পদকপ্রাপ্ত নেত্রকোণার অধিবাসী বীর মুক্তিযোদ্ধা ক্ষীতিন্দ্র চন্দ্র বৈশ্য সোমবার সকাল সাড়ে ৬টায় সিলেট মহানগরীর চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেন। এরপর কড়া রোদ, রাতের নিকষ কালো অন্ধকার ও সকালের তুমুল বৃষ্টির মধ্যেই টানা প্রায় সাড়ে ৩১ ঘণ্টায় ৮৩ কিলোমিটার পাড়ি দিয়ে মঙ্গলবার দুপুর পৌণে ২টায় পৌঁছেন সুনামগঞ্জের আমবাড়ি এলাকায়। এরপরই তিনি দুর্বল হয়ে পড়েন। তার শ্বাস-প্রশ্বাসে অনিয়ম দেখা দেয়। সঙ্গে থাকা চিকিৎসকরা তাকে পরামর্শ দেন পানি থেকে উঠে আসার। প্রথমে রাজি হননি। পরে সঙ্গে থাকা মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার (সাবেক) বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে উঠে আসেন।
সুব্রত চক্রবর্তী জুয়েল জানান, মধ্যরাতেও খানিকটা দুর্বল হয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্ষীতিন্দ্র চন্দ্র বৈশ্য; কিন্তু কিছুক্ষণ পর সুস্থবোধ করায় আর সাঁতার থামাতে রাজি হননি।
সাঁতার সমাপ্তির পর বীর মুক্তিযোদ্ধা ক্ষীতিন্দ্র চন্দ্র বৈশ্যকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। আশংকামুক্ত আছেন।
Leave a Reply