ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং কে-স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে সোমবারের প্রথম খেলায় চতুরঙ্গ যুব সংঘ ২-১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন, চতুরঙ্গ যুব সংঘের খেলোয়াড় দুলাল।
অন্যদিকে দ্বিতীয় খেলায় জালালাবাদ ক্লাব ও হিলটন ক্লাবের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন, হিলটন ক্লাবের খেলোয়াড় লিটন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন, প্রথম বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান বিজিত চৌধুরী
মঙ্গলবারের খেলা : শহীদ বাছির অগ্রগামী ক্লাব বনাম সিলেট টাউন ক্লাব, দুপুর আড়াইটায়। সিলেট মেট্রোপলিটন ক্লাব বনাম কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটি, বিকেল সাড়ে ৪টায়।
Leave a Reply