নিজস্ব প্রতিবেদক : সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামালকে হযরত মানিকপীর টিলা কবরস্থানে সমাহিত করা হয়েছে।
রবিবার বাদ আছর সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগায় নামাজে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
নামাজে জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
নামাজে জানাজার আগে আ ফ ম কামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
এর আগে মরদেহ নেয়া হয় নগর ভবনে ও সিলেট ডায়াবেটিক হাসপাতালে। সেখানে সিলেট সিটি করপোরেশন ও সিলেট ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা আ ফ ম কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply