নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌঁছেছেন। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উর্ধতন প্রশাসনিক কর্মকর্তারা দলীয় ও সরকার প্রধানকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় পৌঁছেন হযরত শাহজালাল (র) মাজারে। মহান তাপসের মাজার জিয়ারত শেষে তিনি দুপুর ১২টার দিকে হযরত শাহপরান (র) মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।
হযরত শাহপরান (র) মাজার জিয়ারত শেষে শেখ হাসিনা দুপুর সাড়ে ১২টার দিকে জালালাবাদ সেনানিবাসে পৌঁছেন।
Leave a Reply