সিলেট মহানগরীর পিডিবি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে। প্রধান শিক্ষক শাহ মো শামসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইয়ুব আলী, জ্যেষ্ঠ মেডিকেল অফিসার ডা রকিব আহমদ দেওয়ান, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র কুমার দাশ, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আখলিছ আহমদ চৌধুরী ও শফিকুর রহমান, সমাজসেবী মোস্তফা কামাল, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক ইনামুর রহমান ও কর্মকর্তা নূরুল ইসলাম। এছাড়াও শিক্ষক-অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply