নিজস্ব প্রতিবেদক : সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী উইন্টার প্রোগ্রামিং কনটেস্ট-২০১৬ অনুুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো আব্দুল হালিম। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান রোকশানা নাহার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ নবেজ উদ্দিন ও কম্পিউটার বিভাগের চিফ ইনস্ট্রাক্টর আলমগীর হোসেন।
সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে তিনটি প্রতিষ্ঠানের সাড়ে ৪শ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, মদনমোহন কলেজ ও আইবিআইটি ইউনিভার্সিটি। মিডিয়া পার্টনার ছিলো সিলটিভি ডটকম।
বিকেলে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply