নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিজি) ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ‘সিলেট নগরীর ন্যায়সঙ্গত অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মহানগরীর দরগা গেট এলাকায় হোটেল স্টার প্যাসিফিকে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও দেশ-বিদেশের নগর পরিকল্পনাবিদরা বক্তব্য রাখেন।
সবাই সিলেট মহানগরীর উন্নয়নে ড জামিলুর রেজা চৌধুরীর প্রণীত মহাপরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
Leave a Reply