সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় আয়োজিত মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে শুক্রবার একটি খেলা অনুষ্ঠিত হয়।
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ৩-২ গোলে দি এইডেড হাই স্কুলকে হারিয়ে বিজয়ী হয়।
শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবের পক্ষে ফাহিম ২টি ও নবু ১টি গোল করেন। অপরদিকে দি এইডেড হাই স্কুলের পক্ষে গোল দুটি করেন জুয়েল।
ম্যান অব দ্যা ম্যাচ হন দি এইডেড হাই স্কুলের খেলোয়াড় জুয়েল। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন, শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শাকিল।
শনিবার দুপুর একটায় মাঠে নামবে মোহন বাগান স্পোর্টিং ক্লাব ও হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব। আড়াইটায় মাঠে নামবে এ্যাপোল-১১ ক্লাব ও ইয়ুথ সেন্টার ক্লাব।
Leave a Reply