সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় চলমান মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের সোমবারের প্রথম খেলায় মাঠে নামে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ও মোহাম্মদ মকন হাই স্কুল এন্ড কলেজ। খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন, শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবের খেলোয়াড় নভো। তার হাতে পুরস্কার তুলে দেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ।
দ্বিতীয় খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া সংস্থা ২-০ গোলে দি এইডেড হাই স্কুলকে হারিয়ে বিজয়ী হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া সংস্থার পক্ষে আব্দুল্লাহ গোল দুটি করেন। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া সংস্থার খেলোয়াড় ঝুমন। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল মালিক রাজা।
মঙ্গলবারের খেলা : প্রথম খেলায় মাঠে নামবে আজাদ স্পোর্টিং ক্লাব ও এ্যাপোল-১১ ক্লাব। সময় দুপুর একটা। দ্বিতীয় খেলা দুপুর আড়াইটায়। এতে মুখোমুখি হবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ইয়ুথ সেন্টার ক্লাব।
Leave a Reply