ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এ আর প্রোপার্টিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শেষ হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে, ইয়ং প্যাগাসাস ক্লাব। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় দলটি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ২শ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।
ইয়ং প্যাগাসাস ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রান সংগ্রহ করেন, জাকির ৫২ রান, আমিরুল ৪২ ও উমেদ ২২। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষে জাকির ৩ ও রায়হান ২ উইকেট তুলে নেন। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ১১ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান সংগ্রহ করেন সুজন। অপরদিকে ইয়ং প্যাগাসাস ক্লাবের আজিম ৫ উইকেট ও আমিরুল ৪ উইকেট লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল হন ইয়ং প্যাগাসাস ক্লাবের খেলোয়াড় আমিরুল।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আর প্রোপার্টিজ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, এ আর প্রোপার্টিজের স্বত্বাধিকারী আফজার রশীদ চৌধুরীর সন্তান মামুন আবির রশিদ চৌধুরী ও নাভিনা রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। সভাপতিত্ব করেন, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
Leave a Reply