নিজস্ব প্রতিবেদক : সিলেট দেশের প্রথম ডিজিটাল নগরী হলো। এর মধ্য দিয়ে সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের আরো একটি নির্বাচনী অঙ্গীকার পূরণ হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল সিলেট সিটি’ উদ্বোধন করা হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এ প্রকল্পের আওতায় পাবলিক ওয়াইফাই জোন ও আইপি ক্যামেরা বেজড সার্ভিলেন্স সিস্টেমের উন্নয়ন কার্যক্রম এবং তথ্য কমিশনের ডিজিটিাল পদ্ধতিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেমের পাইলটিং কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ। সভাপতিত্ব করেন, বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন, এখন থেকে সিলেট মহানগরবাসীর তথ্য পাওয়া যেমনি সহজ হবে তেমনি মহানগরীতে অপরাধ কমবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, আগামী ৪ বছরের মধ্যে প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে আর প্রতিটি শহর হবে ডিজিটাল নগরী।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ বলেন, সিলেট ডিজিটাল নগরী হওয়ায় সবাই খুব সহজে প্রয়োজনীয় সকল তথ্য সহজেই পেয়ে যাবেন।
Leave a Reply