নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট থেকে দেশে গণতন্ত্র ফেরানোর যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন।
শনিবার বিকেলে মহানগরীর সরকারি আলিয়া মাদরাসা ময়দানে দলের সিলেট বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগ সরকারের বিতারণের বিকল্প নেই।
আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, রাতের আঁধারে ভোটবাক্স ভরে আর ক্ষমতায় যাওয়া যাবেনা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।
তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হত্যা, গুম, হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব সিলেটে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখাইসহ বিভিন্ন জায়গায় দলের নেতকর্মীদের উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গণসমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সদস্য সচিব মিফতা সিদ্দিকীর যৌথ পরিচালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply