গোয়াইনঘাট প্রতিনিধি :সিলেট-তামাবিল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিরতিহীন বাস সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির খাম্বা বোঝাই একটি ট্রাকের পিছন দিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা গ্রামের তপন তালুকদারের স্ত্রী শুক্লারানী তালুকদার (২০), তার শিশুকন্যা ইতপা রানী তালুকদার (৫) ও শাশুড়ি অমকা রানী তালুকদার।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো মাইনুল জাকির ও দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠান।
Leave a Reply