নিজস্ব প্রতিবেদক : এ মাসের ১২ তারিখ থেকে সিলেট-ঢাকা-সিলেট আকাশ পথে ইউএস বাংলার সান্ধ্যকালীন ফ্লাইট চালু হচ্ছে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘বিনিয়োগকারীদের সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে উৎসাহিতকরণ’ শীর্ষক সেমিনারে সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ সিলেটে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট চালুর দাবি জানান।
সেমিনারে উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।
এছাড়াও সিলেট চেম্বার নেতৃবৃন্দ ইতোপূর্বে দুইবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সাথে সাক্ষাৎ করে সান্ধ্যকালীন ফ্লাইট চালুর দাবি জানান।
সান্ধ্যকালীন ফ্লাইট চালু করায় সিলেট চেম্বারের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ইউএস বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।
Leave a Reply