মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিতাস নদীর উপর শাহবাজপুর সেতুর রেলিং ভেঙ্গে ১৮ জুন বিকেল থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত যান চলাচল পুরোপুরি শুরু হয়নি। অন্যদিকে বিকল্প সড়কগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে। গর্তের সৃষ্টি হয়েছে সড়কের বিভিন্ন অংশে। এ অবস্থায় টানা ৭ দিন ধরে যাত্রী ও পরিবহণ শ্রমিকরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে রবিবার থেকে রেলপথেও বিপর্যয় নেমে এসেছে।
তবে সকাল থেকে শাহবাজপুর সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে হালকা যানবাহন চলাচল শুরু হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। যানজট লেগেই আছে।
খাটিহাতি হাইওয়ে থানার ওসি আবুল হোসেন সরকার জানান, এক লাইন করে বাস-ট্রাকগুলো ছাড়া হচ্ছে বলে যানবাহনের লাইন সৃষ্টি হয়েছে।
Leave a Reply