নবীগঞ্জ প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের নিকটে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় তাহির আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তার বাড়ি একই ইউনিয়নের রামলোহ গ্রামে। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি চালক সহ আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ব ১১-৫৩৩৫) বেপরোয়া গতিতে একটি মাল বাহী ট্রাককে ওভারটেক করার সময় গাছের নিচে দাঁড়িয়ে থাকা তাহির আলীকে চাপা দেয়। সাথে সাথে তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। আশপাশের লোকজন ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেন।
Leave a Reply