নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকামুখী এনা পরিবহণের একটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে উদ্ধার অভিযান শেষে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
Leave a Reply