হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী জমিতে পড়ে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি দল এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জমুখী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন পরিবহণের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply