সিলেট ডায়াবেটিক সমিতির জীবন সদস্য কাতার প্রবাসী শিব্বির আহমদ হীরা ও শিরিয়া বেগমের পক্ষ থেকে সিলেট ডায়াবেটিক হাসপাতালের চক্ষু বিভাগের একটি ইউনিটে যন্ত্রাংশ ক্রয়ের জন্য ১৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
বুধবার বিকাল ৫টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভা কক্ষে এই অনুদানের চেক প্রদান করা হয়।
এ সময় দাতাদের পক্ষে আরো ঘোষণা দেয়া হয়, গরীব রোগীদের ইনস্যুলিনের প্রয়োজনে প্রতিবছর এক লাখ টাকা অনুদান হিসেবে দেয়া হবে।
সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরী সদস্য জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আলোচনায় অংশ গ্রহণ করেন সংগঠনের কার্যকরী সদস্য আব্দুস সামাদ নজরুল, শফিউল আলম চৌধুরী নাদেল, সৈয়দ সুজাত আলী, যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা এ জেড মাহবুব আহমদ, আবাসিক চিকিৎসক ডা ললিত মোহন নাথ ও বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাসুম।
Leave a Reply