সিলেট ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় মহানগরীর পুরানলেনে সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা এম এ রকিব। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন সিলেট ডায়াবেটিক হাসপাতালের অফিস সহকারী মো লিয়াকত হোসেন। পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন জীবন সদস্য অরূপ শ্যাম বাপ্পি। শোক প্রস্তাব পাঠ করেন জীবন সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন ও ৩০ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক লোকমান আহমদ। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ এম এ মান্নান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা এ জেড মাহবুব আহমদ ও আবাসিক চিকিৎসক ডা ললিত মোহন নাথ।
এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বদরুজ্জামান সেলিম, ড আর কে ধর, আব্দুল হান্নান চৌধুরী, আলীমুস সাদাত, লোকমান উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ডা আব্দুস সালাম, সাংবাদিক অপূর্ব শর্মা, শামসুল আলম সেলিম, সাংবাদিক মিলু কাশেম, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, লাল মোহন দেব, আব্দুর রকিব, কাউন্সিলর রেজওয়ান আহমদ, গোলাম হামিদ বাবুল, ইমতিয়াজ আহমদ, হেলালুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী, সুভাষ চন্দ্র রায়, নেহার রঞ্জন দাস, মিশফাক আহমদ চৌধুরী মিশু, হাবিব রেজা, আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুস সরদার, সোলেমান আহমদ, এ টি এম বদরুল ইসলাম, আলাউদ্দিন আহমদ মুক্তা, ইয়াহিয়া ফজল, রিপন আহমদ ফরিদী, প্রণব জ্যোতি পাল, জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন কার্যকরী কমিটির সদস্য আ ন ম শফিকুল হক।
সভায় সংগঠনের জীবন সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা মুর্শেদ আহমদ চৌধুরী বিএমএর সহ সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ পরিচালক ডা ইহ্তেশামুল হক চৌধুরী দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করা হয়।
সভায় নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো আইয়ুব আলী ২০১৭-২০১৯ মেয়াদকালের জন্য সংগঠনের সদ্য নির্বাচিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচনী বোর্ডের সদস্য ব্যারিস্টার মো আরশ আলী ও অম্বরীষ দত্ত উপস্থিত ছিলেন।
পরিশেষে সদ্য নির্বাচিত কার্যকরী কমিটির উপস্থিতিতে সদ্য প্রয়াত মো মকবুল হোসেনের নামে সিলেট ডায়াবেটিক হাসপাতালের একটি কেবিনের (৪০১ নম্বর কেবিন) নামফলক উন্মোচন করা হয়।
Leave a Reply