সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গত ৯ জানুয়ারি মহানগরীর শাহজালাল উপশহরে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রিন্স মার্বেলের মালিক তফাজ্জল হোসেন তৃতীয়বার মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। ৫৬ ভোট পেয়ে তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শর্মি মার্বেল এন্ড টাইলসের মালিক রোটারিয়ান অরূপ রায়। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চায়না টাইলসের মালিক আব্দুল মোতালেব ৪৪ ভোটে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কামরান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা মামুনুর রশিদ চৌধুরী, মকসুদ খান ও আব্দুল মুনিম রুহেল। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply