প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা জায়গায় সিলেট জেলা হাসপাতাল নির্মাণের দাবিতে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা যৌথভাবে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সংগঠনের নেতৃবৃন্দ সিলেটবাসীর জন্যে প্রধানমন্ত্রীর উপহার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।
কর্মসূচি চলাকালে আয়োজক সংগঠন দুটির প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সদস্য হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট কল্যাণ সংস্থার জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
এছাড়াও দাবির প্রতি একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহবায়ক আল আজাদ, আবুসিনা হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক ইকরামুল কবির ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply