প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা জায়গায় সিলেট জেলা হাসপাতালের নির্মাণকাজ দ্রুত শুরুকরণ ও ঐহিত্যের স্মারক হিসেবে অনেক আন্দোলন-সংগ্রামের স্মৃতিবিজড়িত মিলনায়তন সহ সিলেট মেডিকেল স্কুলের মূল ভবনটি সংরক্ষণের দাবিতে সোমবার পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ আহুত এ পদযাত্রা বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিলেট মেডিকেল স্কুল ভবন (আবুসিনা ছাত্রাবাস) পর্যন্ত যাবে।
পদযাত্রায় অংশ নিতে সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply