সিলেট জেলা রোভার স্কাউটসের ১০৮তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এতে গত অর্থবছরের খরচ অনুমোদন, বর্তমান অর্থবছরের খরচ উপস্থাপন ও জেলা রোভার স্কাউটসের নিজস্ব ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণ সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও সভায় জেলা রোভারের কার্যক্রম আরো গতিশীল করতে যথাযথ ব্যবস্থা নিতে জেলা সম্পাদককে অনুরোধ জানানো হয়।
সংগঠনের জেলা সম্পাদক মো মবশ্বীর আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিনুর রহমান ও হযরত শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক গ ক ম আলমগীর, কমিশনার মো জহির উদ্দিন আমিন, কোষাধ্যক্ষ ডা মোস্তফা শাহজামান চৌধুরী, সহকারী কমিশনার অ্যাডভোকেট আব্দুল মালিক, মো সিরাজুল ইসলাম ও তোফায়েল আহমদ তুহিন, যুগ্ম সম্পাদক সাইদ আহমদ হাসান, জেলা রোভার স্কাউট নেতা বিপুল চন্দ্র দত্ত, বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি উনুচিং মারমা, রোভার স্কাউট প্রতিনিধি মো আহসান কবির ও মো হারুনুর রশিদ, গ্রæপ কমিটির সভাপতি প্রতিনিধি মো ফজলুল হক, সহযোগী সদস্য বসন্ত কুমার শর্মা, যীশুতোষ দাস ও আ ন ম মুজিবুল্লাহ রুপম, আরএসএল আল হেলাল, বিভাগীয় জ্যেষ্ঠ রোভার মেট প্রতিনিধি মো শুকরান আহমেদ রানা ও জেলা প্রতিনিধি মাসুদা শিকদার সাথী।
সভায় মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো গিয়াস উদ্দিন মেডেল অব মেরিট, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবালুর রহমান সৌরভ ও মদনমোহন কলেজের আরএসএল যীশুতোষ দাস ও আবুল কাশেম ন্যাশনাল অ্যাওয়ার্ড সার্টিফিকেট এবং জাতীয় শিক্ষা সপ্তাহে সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার নেতা জেলা সম্পাদক মো মবশ্বীর আলী সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।
Leave a Reply