নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে দুর্নীতি দমন কমিশন-দুদক গ্রেফতার করেছে।
মহানগরীর মির্জাজাঙ্গালে হোটেল নির্ভানা ইন থেকে বুধবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সুব্রত চক্রবর্তী জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্যে দুদক থেকে সেখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে। পরে তাকে গ্রেফতার করে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।
সিলেট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ সুব্রত চক্রবর্তী জুয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে দুদকের একটি মামলা রয়েছে।
রাত সাড়ে ১১টা পর্যন্ত সুব্রত চক্রবর্তী জুয়েল কোতয়ালি মডেল থানায় ছিলেন।
Leave a Reply