নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সুব্রত চক্রবর্তী জুয়েলকে হাজির করে। এ সময় তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন জানালে হাকিম তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বুধবার রাতে মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে সুব্রত চক্রবর্তী জুয়েলকে দুদক গ্রেফতার করে কোতয়ালি থানায় হস্তান্তর করে।
দুদক সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে ৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগ করেছে।
Leave a Reply