মহিলা আওয়মী লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর, পূর্ণখলা, কলাগাঁও ও নেগাল গ্রামে এসব ত্রাণ বিতরণ করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেম ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানার পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, ডা নাজরা চৌধুরী, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা ও আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম ইছন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, বর্তমান সরকার গরীব অসহায় মানুষের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
Leave a Reply