সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিতসভা আহ্বান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় মহানগরীর জিন্দাবাজারে আল হামরা শপিং সিটির বাফেট প্যারাডাইজের হলরুমে এই বর্ধিতসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন, দলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন ও সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন।
বর্ধিতসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য, জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়কদ্বয়ের প্রতি দলের জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীদার আহ্বান জানিয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply