নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (র) মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
শনিবার বাদ আসর দলের জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার সহ হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত করেন কমিটির সদস্যরা। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসেইন, জেলা আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম ও আব্দুল আহাদ খান জামাল সহ অন্যরা।
Leave a Reply