নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে।
মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম মঙ্গলবার সকালে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটবাসীর জন্যে এই মঙ্গলবার্তা ঘোষণা করেন।
এর মধ্য দিয়ে দেশের পুরনো জেলাগুলোর মধ্যে সিলেটই প্রথম বাল্যবিয়ের অভিশাপ মুক্ত হলো।
একই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমেদ ঘোষণা করেন, আগামী ডিসেম্বরের মধ্যে সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক মো জয়নাল আবদীন জানান, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দেড় বছরের নিরন্তর চেষ্টার ফলশ্রুতিতে এই লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে।
মহানগরীর খরাদিপাড়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এবং কাজী, ইমাম ও মোয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply