ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা স্টেডিয়ামে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও আলহাজ্ব বশির আলী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেন, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি সাবেক জ্যেষ্ঠ সচিব এ এস এম আলী কবির।
জেলা এ্যাথলেটিকস কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রশাসন ও ক্রীড়া বিভাগের পরিচালক তারেক আহমদ এবং জেলা ক্রীড়া সংস্তার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হসিনা মহিউদ্দিন ও নাদিরা আলী খান।
Leave a Reply