সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার রাতে তারা মির্জাজাঙ্গাল এলাকার মনিপুরি রাজবাড়ী পূজামণ্ডপ ও নির্ম্বাক আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে একত্রে বসবাস করছেন।
জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, জনকণ্ঠের ব্যুরো প্রধান সালাম মশরুর, উত্তরপূর্বের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, গাজী টিভির ব্যুরো প্রধান বিলকিস আক্তার সুমি, বণিক বার্তার প্রতিবেদক আলী আকবর চৌধুরী, সিলেটভিউ২৪ডটকমের ফটোসাংবাদিক আনোয়ার হোসেন, গাজী টিভির ক্যামেরাপার্সন ছয়ফুল ইসলাম অপু ও একরাম হোসেন।
Leave a Reply