সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, সিলেটের সাংবাদিকরা অন্যদের চেয়ে অনেকটা ইতিবাচক। তাদের নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধও রয়েছে। যেকোন বিষয়ে তারা একাট্টা হয়ে যান। নাম সর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক লাইভ নামের অপসাংবাদিকতার বিরুদ্ধে তাদেরকে দৃঢ় অবস্থান নিতে হবে।
রবিবার সকালে সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান, সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্ণব ও ফজলে ওয়াহিদ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস সুটন সিংহ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল ও কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শংকর দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো সুলতান আহমদ (সুলতান সমুন), পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী ও মিঠু দাস জয়।
মতবিনিময়কালে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সঠিক ও সুষ্ঠু ধারার সাংবাদিকতার জন্য দায়িত্ব নিতে হবে পেশাদার সাংবাদিকদের। সকল ভালো কাজে জেলা প্রশাসন জেলা প্রেসক্লাবের পাশে থাকবে।
জেলা প্রশাসক বলেন, সিলেট পর্যটন সম্ভাবনার জেলা। এখানকার পর্যটন থেকে অর্থনীতির চাকা ঘুরানো সম্ভব। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, ১৯৬৫ সালে বন্ধ হওয়া ভোলাগঞ্জ-চেরাপুঞ্জি ইমিগ্রেশন সেন্টার পুনরায় খোলা ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের পর্যটকরা সহজে আসা-যাওয়া করতে পারবেন।
এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী। তবে সেখানে কোনো সাম্প্রদায়িকতা ছড়ানো যাবে না। সিলেটকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসেবে গড়ে তুলতে চাই।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জেলা প্রেসক্লাব মানুষের কল্যাণে কাজ করছে। সাংবাদিকরা সরকারের গঠনমুলক সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরছেন।
তিনি বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে অনলাইন গণমাধ্যম পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তিনি এ ব্যাপারে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, সিলেটের সাংবাদিকতার ইতিহাস দীর্ঘদিনের। এখানকার সাংবাদিকরা সৎ, সাহসী ও নির্ভীক। তারা গণমানুষের কল্যাণে কাজ করে থাকেন।
তিনি পেশাগত দায়িত্ব পালনে জেলা প্রশাসনকে উদারভাবে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান।
ছামির মাহমুদ বলেন, সিলেট একটি পর্যটননগরী। তাই পর্যটন এলাকাগুলোতে যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তাঘাটের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোদার করা গেলে এখানে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে।
Leave a Reply