নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে তাপস-নবেল পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের মধ্যে পেয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ ১২টি পদ । তবে এককভাবে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত্তার আজাদ দ্বিতীয় সহ সভাপতি পদে, নাসির উদ্দিন সহ সাধারণ সম্পাদক পদে ও আলী আকবর চৌধুরী সদস্য পদে বিজয়ী হয়েছে।
শনিবার গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম ফলাফল ঘোষণা করেন।
এসময় নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা ও ফারুক মাহমুদ চৌধুরী, জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম এবং অন্যান্য জ্যেষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচনে তাপস-নবেল পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, প্রথম সহ সভাপতি মুনিরুজ্জামান মনির, দ্বিতীয় সহ সভাপতি সাত্তার আজাদ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম (কাইয়ুম উল্লাস), দফতর সম্পাদক ইমরান আহমদ এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুজন, নূরুল ইসলাম ও সুব্রত দাস।
Leave a Reply