নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন শনিবার। ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ ব্যাপারে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন। তবে প্রার্থীরা শেষ প্রচারণায় দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এবারের নির্বাচনে একটি প্যানেল সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী ৩৪ জন। সভাপতি পদে লড়ছেন, সালাম মশরুর, তাপস দাশ পুরকায়স্থ ও ওয়েছ খছরু। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন, মুকিত রহমানী, মনোয়ার জাহান চৌধুরী ও শাহ দিদার আলম নবেল। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফয়সল আহমদ মুন্না, আনন্দ সরকার ও এ এইচ আরিফ। এছাড়া প্রথম সহ সভাপতি পদে ২ জন, দ্বিতীয় সহ সভাপতি পদে ২ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ৩ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ২ জন, পাঠাগার সম্পাদক পদে ৩ জন, দফতর সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যের ৪টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী রয়েছেন
Leave a Reply