নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ভাষাসংগ্রামী ও বরেণ্য লেখক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয়, ‘ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত সিলেটে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের অভিভাবক ছিলেন। তার হাত ধরে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও সমৃদ্ধ হয়েছে। আমৃত্যু তিনি রাষ্ট্র, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক অভিভাবককে হারালাম। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’
আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা, সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ, লেখক, ভাষাসৈনিক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা, সিলেট গভীর শোক প্রকাশ করেছে ও পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সংগঠনের সভাপতি মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘকালীন অর্থমন্ত্রী ছিলেন তিনি। এছাড়াও লেখক-গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবেশবিদ ও কূটনীতিবিদসহ বহুমুখী প্রতিভার অধিকারী দেশের এক কৃতিসন্তান ছিলেন আবুল মাল আবদুল মুহিত। এই রাজনীতিকের মৃত্যুতে একজন প্রাজ্ঞ, বিজ্ঞ ও ভদ্র মানুষকে হারিয়েছে দেশ। আর সিলেট হারিয়েছে সর্বোচ্চ অভিভাবক।
ইমজার পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষাসংগ্রামী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক শোকবার্তায় বলেন, ‘আবুল মাল আবদুল মুহিতের মতো একজন প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
Leave a Reply