সিলেটে নজির আহমদ মোজাহিদ নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টার অভিযোগ করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে এম সি কলেজের বিএসএস পাস কোর্সের শিক্ষার্থী নজির আহমদ মোজাহিদ নিজে এ অভিযোগ করেন।
তিনি জানান, গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বড়ফৌদ পশ্চিমপাড়া জামে মসজিদের মক্তবঘর এলাকায় সাজানো সালিশ বৈঠকের আয়োজন করে প্রতিপক্ষের লোকজন। এলাকার রাজা মিয়াকে দিয়ে তাকে টাকা পাওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর এলাকার রফিকুল ইসলাম মোড়লসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাওর এলাকায়। সেখানে তুলে দেওয়া হয় মুহিব, আয়নিছ ও খালিকের হাতে। তারা তাকে রাত ১১টার দিকে চেঙেরখালের শাখা ভাদেশ্বর নদীর তীরে নিয়ে যায়; কিন্তু এক ফাঁকে তিনি নদীতে ঝাঁপ দেন। সেই তিনজনও ঝাঁপ দেয়। তবে তাকে ধরতে ব্যর্থ হয়।
নজির আহমদ মোজাহিদ জানান, তিনি নদী পার হয়ে বিন্নার ঝোঁপের আড়ালে লুকিয়ে লুকিয়ে দখড়ি গ্রামে পৌঁছে মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমানের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান।
তিনি আরো জানান, তার খোঁজ না পেয়ে বড় ভাই ৯৯৯ নম্বরে কল দিয়ে শিবেরবাজার ফাঁড়ির পুলিশ নিয়ে বিভিন্ন স্থানে তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে পুলিশ রাজা মিয়াকে ধরলেও রহস্যজনক কারণে ছেড়ে দেয়। পরদিন মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে হাজির করে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়ের করলেও এক পুলিশ সদস্য এজাহার লিখে দেন; কিন্তু এজাহারে মূল ঘটনাকে তিনি ভিন্নখাতে নিয়েছেন।
তার ভাষ্যমতে, এলাকার কিছু লোক পরিকল্পিতভাবে তাদের পরিবারের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করছে।
Leave a Reply