নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যদের সঙ্গে লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক বাংলা পোস্টের কমিউনিটি এডিটর সালেহ আহমদ শুভেচ্ছা বিনিয়ময় করেছেন।
সোমবার রাতে তিনি মহানগরীর বারুতখানায় জেলা প্রেসক্লাব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ে এলে তাকে ফুল দিয়ে বরণ করা হয় ও সম্মানান ক্রেস্ট উপহার দেওয়া হয়।
সালেহ আহমদ সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের এই আন্তরিকতার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, লন্ডন বাংলা প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের সঙ্গে সিলেটবাসীর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, কার্যনির্বাহী সদস্য রেজওয়ান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বর্তমান কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, তথ্য ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক সুলতান সুমন, দপ্তর সম্পাদক এস এম সুজন, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, কার্যনির্বাহী সদস্য মিঠু দাশ জয়, সদস্য হাবিবুর রহমান হাবিব, মুজিবুর রহমান ডালিম, পিংকু ধর, মোকলেছুর রহমান, জামিল আহমদ, মামুন হাসান, পল্লব ভট্টাচার্য্য ও সাংবাদিক সুবর্ণা হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আলিম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলিমুস সাদাত চৌধুরী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো শাহ আলম চৌধুরী, ব্যাংকার মো আলীম উদ্দিন, তরুণ উদ্যোক্তা শাকিল জামান, কামরুল ইসলাম মাহি, জহির হোসেন তুহিন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে সিলেটের কৃষি উৎপাদনকারী প্রতিষ্ঠান আলিম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলিমুস সাদাত চৌধুরী ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ইমরান আহমেদের সৌজন্যে মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা ও ইতিহাস ঐতিহ্য বিষয়ক মূল্যবান অনেক বই জেলা প্রেসক্লাব পাঠাগারের জন্যে হস্তান্তর করা হয়।
Leave a Reply