নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যরা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ঘোষণা করেছেন।
শনিবার, ৩০ ডিসেম্বর (১৫ পৌষ) বিকেলে সংগঠনের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আনন্দ সরকার। মুক্ত আলোচনার পর প্রতিবেদন দু’টি গ্রহণ করা হয়।
আলোচনায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করে সবাই সন্তোষ প্রকাশ করেন।
একই সঙ্গে ভবিষ্যতে সম্মিলিতভাবে সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, ক্রীড়া সম্পাদক মিঠু দাস জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো সুলতান আহমদ (সুলতান সুমন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো এনামুল কবির, পাঠাগার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য শাহীন আহমদ, মাহমুদ হোসেন, আনোয়র হোসেন ও রণজিৎ কুমার সিংহ।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের উপর আলোজচনায় অংশ নেন সালাম মশরুর, আল আজাদ, মোহাম্মদ মহসীন, সংগ্রাম সিংহ, আবদুল মুকিত, মঈন উদ্দিন, রেজওয়ান আহমদ, অপূর্ব শর্মা, মানব চ্যাটার্জি, মো ইমরান আহমদ, মামুন হাসান, শাব্বীর আহমদ ফয়েজ, আবুল মোহাম্মদ, মীর্জা সুহেল আহমদ, শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, মো ইউসুফ আলী, এস এম রফিকুল ইসলাম সুজন, রজত কান্তি চক্রবর্তী, আমিনুল হক সিপন, মিসবাহ উদ্দীন আহমদ, মোস্তাফিজুর রহমান রোমান, এম এ মালেক, শংকর দাস, অমলকৃষ্ণ দেব, কাইয়ুম আল রনি, মো নূরুল ইসলাম, সুব্রত দাস, মো আলী আকবর চৌধুরী (কোহিনূর), রায়হান উদ্দিন, তুহিনুল হক তুহিন, মো ওলিউর রহমান, মো মোহিদ হোসেন, আশরাফ চৌধুরী রাজু, এম আর টুনু তালুকদার, নেহার রঞ্জন পুরকায়স্থ, আজমল খান, শেখ মো লুৎফুর রহমান, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, পিংকু ধর, দিব্য জ্যোতি সী, মো মনিরুজ্জামান রনি, মো ফরিদ উদ্দিন আহমদ (সালমান ফরিদ), মো দ্বোহা চৌধুরী, মামুন হোসেন, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, আতিকুর রহমান নগরী, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, সোহেল আহমদ, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ, অমিতা সিনহা, মো রেজাউল হক ডালিম, ফয়জুল আহমদ, রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল), মুহাজিরুল ইসলাম রাহাত, তুহিন আহমদ, আশরাফ আহমদ, সাকিব আল মামুন, পল্লব ভট্টাচায্য, এ এস রায়হান, হেনা বেগম, এস এম মিজানুর রহমান, নাজাত আহমদ পুরকায়স্থ, জয়ন্ত কুমার দাস, মো শাকিলুজ্জামান, সাজলু লস্কর, মো শহীদুল ইসলাম সবুজ, মো মশাহিদ আলী ও কামরুল ইসলাম মাহি।
Leave a Reply