নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শনিবার ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় এই সংগঠনের নির্বাচনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
মহানগরীর পূর্ব জিন্দাবাজারে (বারুতখানায়) সিলেট জেলা প্রেসক্লাব ভবনে দুটি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্ধারিত সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন ঘোষণা চূড়ান্ত ফলাফল করা হবে।
এবারের নির্বাচনের জন্যে ১৯ ডিসেম্বর দুটি প্যানেলের ২৬ জন ও স্বতন্ত্র সহ মোট ২৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কেউ মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি। তাই ১৫ পদে ভোটের শেষ লড়াইয়ে ২৯ প্রার্থীই থেকে গেছেন।
নির্বাচনে হাসিনা-নবেল প্যানেলে পদপ্রার্থীরা হলেন সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো এনামুল কবীর, পাঠাগার সম্পাদক মো আলী আকবর চৌধুরী (কোহিনূর) ও দপ্তর সম্পাদক পদে আব্দুল আহাদ এবং নির্বাহী সদস্য মো শাহীন আহমদ ও মো আনোয়ার হোসেন।
ফরিদী-দেবু প্যানেলে পদপ্রার্থী হলেন সভাপতি লিয়াকত শাহ ফরিদী, সহসভাপতি (প্রথম) মুকিত রহমানী, সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, সহসাধারণ সম্পাদক মো আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো একরাম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হান উদ্দিন, পাঠাগার সম্পাদক মো আবু বক্কর ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান রনি এবং নির্বাহী সদস্য এ এইচ আরিফ, মাহমুদ হোসেন ও মো ছয়ফুল আলম অপু।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন সহসভাপতি (প্রথম) পদে এস সুটন সিংহ, সহসভাপতি (দ্বিতীয়) পদে সজল ঘোষ ও নির্বাহী সদস্য পদে রনজিৎ কুমার সিংহ।
নির্বাচন পরিচালনা পরিষদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম। নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে শুক্রবার সন্ধ্যায় বিশেষ সভা করেছে বর্তমান কার্যনির্বাহী পরিষদ। সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি, মুক্তিযুদ্ধ বেষক আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সদস্য রেজওয়ান আহমদ, সহসভাপতি এস সুটন সিংহ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসেন ও মিঠু দাস জয়।
Leave a Reply