সিলেট বিভাগে মহান মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবে সদস্য হতে আগ্রহী সংবাদকর্মীদের অনুরোধে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
এই সময়ের মধ্যে সরকার অনুমোদিত দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বার্তা সংস্থার সাংবাদিকদের পাশাপাশি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও আবেদন করতে পারবেন।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মহানগরীর বারুতখানায় সিলেট জেলা প্রেসক্লাবে আগ্রহীরা নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং ফটোসাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নিয়োগপত্র, পেশাগত পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। অভিজ্ঞতার প্রমাণপত্রও দিতে পারেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply