সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি এস সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ ও দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন।
সভায় মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত আন্তঃপ্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্নকরণ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে সংগঠনের সদস্যদের সন্তানদের জন্যে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সদস্যদের জন্যে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply