সিলেট জেলা প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ‘ফ্যামেলি ডে’ ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
শনিবার বিকালে নিজস্ব মিলনায়তনে সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ২৫ ডিসেম্বর ‘ফ্যামেলি ডে’ করার কথা থাকলেও সকল প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।
‘ফ্যামেলি ডে’র ভেন্যু ও এ সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে সদস্যদের কাছে পৌঁছে দেয়া হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য তুহিনুল হক তুহিন, নূরুল হক শিপু ও রজত চক্রবর্তী।
Leave a Reply