নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত (২০২১-২০২২) কার্যনির্বাহী কমিটি অনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছে।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পূর্বজিন্দাবাজারে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে জমকালো আয়োজনে নতুন কার্যনির্বাহী কমিটির কাছে বিদায়ী কার্যনির্বাহী কমিটি (২০১৮-২০২০) দায়িত্ব হস্তান্তর করে।
অনুষ্ঠানে টানা তিনবার জেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম শমিউল আলম, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা ও নির্বাচন কমিশনার সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদায়ী জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান মনির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সদ্যসাবেক সভাপতি তাপস দাস পুরকায়েস্থ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম শমিউল আলম, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, নির্বাচন কমিশনার ফারুক মাহমুদ চৌধুরী, নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসিন, স্বদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক উত্তরপূর্বর বার্তা সম্পাদক ফখরুল ইসলাম, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহদী।
সদ্যসাবেক সভাপতি তাপস দাস পুরকায়েস্থ নবনির্বাচিত সভাপতি আল আজাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদের কাছে ক্লাবের ফাইলপত্র বুঝিয়ে দেন। কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না নবনির্বাচিত কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদের হাতে আর্থিক প্রতিবেদন তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদায়ী সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. ওলিউর রহমান, দফতর সম্পাদক ইমরান আহমদ, নির্বাহী সদস্য নূরুল ইসলাম, সুব্রত দাস, শাহীন আহমদ, দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার আনন্দ সরকার, সিলেট বেতারের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, সাংবাদিক রবি কিরণ সিংহ রাজেশ, সিলেট মিররের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (শফি), দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী মো. একরাম হোসেন, দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুল, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি সুটন সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল হক শিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দফতর সম্পাদক এস. এম রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য, ইউসুফ আলী, মাহমুদ হাসান ও মিঠু দাস জয়।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আল আজাদ সংগঠনের অগ্রগতির স্বার্থে সকল কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সিলেট জেলা প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠবে।
সদ্যসাবেক সভাপতি তাপস দাস পুরকায়েস্থ বলেন, প্রয়াত আজিজ আহমদ সেলিম, মহিউদ্দিন শীরু, হারিস মোহাম্মদ ও ইকবাল মনসুরের স্বপ্ন বাস্তবায়নে সিলেট জেলা প্রেসক্লাব কাজ করে যাবে।
তিনি আশা প্রকাশ করেন, তার শ্রদ্ধা ও অনুপ্রেরণার মানুষ আল আজাদের হাত ধরে সিলেট জেলা প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে।
সদ্যসাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের ভালোবাসার কাছে তিনি চিরঋণী হয়ে গেলেন। টানা সাড়ে ৪ বছর সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করতে গিয়ে তিনি সবার ভালবাসা অর্জন করেছেন।
তিনি আমৃত্যু সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, নতুন নেতৃত্ব নির্বাচন করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন সংগঠনের ১১৪ জন সদস্য। তাদের সাথে নিয়েই নতুন কার্যনির্বাহী কমিটি এগিয়ে যাবে।
Leave a Reply