নিজস্ব প্রতিবেদক : সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পুলিশের কাজকে গতিশীল করতে সবচেয়ে বেশি সহায়তা করে। তাদের তথ্য-উপাত্ত সমৃদ্ধ সংবাদ পুলিশের কাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সাংবাদিক ও পুলিশ কর্মক্ষেত্রে মুদ্রার এপিট ওপিট। পুলিশ ও সাংবাদিকের কাজ এক ও অভিন্ন। লক্ষ্য দেশ ও জাতির কল্যাণ সাধন। এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে।
বুধবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইনস সভাকক্ষে জেলা পুলিশ আয়োজিত সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পুলিশ সুপার এই আয়োজনকে জেলা পুলিশের জন্যে অত্যন্ত গর্বের ও আনন্দের বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সিলেট জেলা পুলিশ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে অনেক দূর এগিয়ে গেছে। আগে থানাগুলোতে জিডি ও মামলা দায়েরের ক্ষেত্রে বিলম্ব হতো; কিন্তু এখন হয়না। সাধারণ মানুষ অনায়াসে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ওসির সঙ্গে সাক্ষাৎ করে মন খুলে কথা বলতে পারেন।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি হানাদার বাহিনী প্রথমেই হামলা চালায় রাজারবাগ পুলিশ লাইনসে; কিন্তু পুলিশ বাহিনীর প্রতিরোধে সেখানে সর্বপ্রথম খানসেনাদের রক্ত ঝরে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে যে পুলিশ বাহিনী প্রথম অস্ত্রহাতে নিয়েছিল সেই পুলিশ বাহিনীর উপর মানুষের পূর্ণ আস্থা রয়েছে।
আল আজাদ বলেন, মোহাম্মদ ফরিদ উদ্দিনের মতো কর্মকর্তারা আছেন বলেই পুলিশ বাহিনী মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সর্বনাশা মাদকের বিরুদ্ধে সিলেটের বর্তমান পুলিশ সুপারের ভূমিকার প্রশংসা করে জেলা প্রেসক্লাব সভাপতি বলেন, অন্যান্য কর্মকর্তাকেও একইভাবে কথা বলতে হবে-কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সবসময় পুলিশের সহযোগিতা পেয়ে থাকেন। সাংবাদিকরাও পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সহযোগিতা করে থাকেন পুলিশকে। পারস্পরিক এই সহযোগিতা আরো বাড়াতে হবে।
জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দেওয়ায় তিনি জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপারসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজওয়ান আহমদ, প্রথম সহ সভাপতি মঈন উদ্দিন, দ্বিতীয় সহ সভাপতি এস সুটন সিংহ, সহ সাধারণ সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক মো সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসাইন ও মিঠু দাস জয়।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো মাহবুবুল আলম, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো রাশেদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলামসহ সকল থানার ওসি ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply