নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করলো।
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আজ (১ ডিসেম্বর, বৃহস্পতিবার) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
সেখানে শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্ববোধক গানের সঙ্গে বর্ণিল নৃত্যে শোভাযাত্রাকে স্বাগত জানান।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি অব পুলিশ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। এই পর্ব সঞ্চালনা করেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা-কর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বর্ণাঢ্য এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Leave a Reply