পিঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে রাখতে সিলেট জেলা প্রশাসন বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
বুধবার মহানগরীর কালীঘাট ও রিকাবিবাজারে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
কালীঘাটে পরিচালনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় এলাকার অন্য ব্যবসায়ীদের দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে দ্রব্যাদি বিক্রির পরামর্শ দেয়া হয়। জেলা বাজার কর্মকর্তা মোর্শেদ কাদের ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
অন্যদিকে রিকাবিবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ড্রাগ অ্যাক্টস অনুযায়ী একটি ঔষধের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাগ সুপার ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
Leave a Reply