সিলেট জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন।
এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রায় ৫০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।
Leave a Reply